News71.com
 Sports
 24 Jan 20, 08:47 PM
 596           
 0
 24 Jan 20, 08:47 PM

ক্রিকেট ॥ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট ॥ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্কঃ লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-২০'তে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে টাইগারদের সাকিব আল হাসান, মুশফিকুর রহীমকে পাচ্ছে না। সাকিব আল হাসান এক বছরের জন্য আইসিসির নিষেধাজ্ঞায়। আর পরিবারের আপত্তির মুখে পাকিস্তান যাননি মুশফিকুর রহীম।  অন্যদিকে পাকিস্তানের দুই দ্রুতগতির বোলার মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজকে দলেই রাখা হয়নি। সবচেয়ে পরিণত, অভিজ্ঞ ও দক্ষ দুই ফাস্ট বোলারকে বাইরে রেখেই টি-২০ সিরিজের জন্য দল সাজিয়েছে পাকিস্তান। তারুণ্য নির্ভর দল নিয়ে দু'দলই মুখোমুখি হচ্ছে। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে প্রথম স্থানে, অপরদিকে বাংলাদেশ আছে নবম স্থানে। দুই দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ২৭০ এবং ২২৭। বাংলাদেশের কাছে ধবল ধোলাই হলে দ্বিতীয় স্থানে নেমে যেতে হবে পাকিস্তানকে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ ধবল ধোলাই হলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাকিস্তান সম্ভাব্য একাদশ: এহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক ব্যাটসম্যান), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদী, মোহাম্মদ হাসনাইন। বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন