স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা বক্সার মোহাম্মদ আলীর শেষযাত্রা হবে বিরাট আয়োজনের মধ্য দিয়ে। আয়োজিত হবে এক বিশাল শেষকৃত্যানুষ্ঠান ও শোকমিছিল, যেন সারা বিশ্ব থেকে যে কেউ তাকে বিদায় জানাতে আসতে পারে। ‘দ্য গ্রেটেস্ট’ খ্যাত বক্সার মোহাম্মদ আলীর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে নিজ জন্মস্থানে আগামী শুক্রবার সমাহিত হবেন কিংবদন্তি এই মুষ্টিযোদ্ধা। তার শেষকৃত্যে বিদায়ী বক্তব্য দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। কৌতুক অভিনেতা বিলি ক্রিস্টাল এবং ক্রীড়া সাংবাদিক ব্রায়ান্ট গাম্বেলের। শুক্রবার শবযাত্রা ও শেষকৃত্যের আগে বৃহস্পতিবার একটি পারিবারিক অনুষ্ঠান হবে।
বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদ তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ৭৪ বছর বয়সে স্থানীয় গত শুক্রবার রাতে মারা যান। যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ‘স্বাভাবিক কোনো কারণে হওয়া সেপটিক শক বা সংক্রমণজনিত মারাত্মক জটিলতায়’ মোহাম্মদ আলী মারা গেছেন বলে জানায় তার পরিবার।
অনেক আগে থেকেই শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন মোহাম্মদ আলী। এর মাঝেই পারকিনসন’স ডিজিজে আক্রান্ত হওয়ায় তার অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে। শ্বাসযন্ত্রের সমস্যা মারাত্মক আকার ধারণ করলে গত ২ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।