আন্তর্জাতিক ডেস্কঃ বিরাট কোহলি শুধু তার ক্রিকেটের জন্যই আলোচিত নন। সমাজের বিভিন্ন সমস্যা নিয়েও সুদীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। জানা যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে আয়ের ৫০ ভাগ দিয়ে দেবেন একটি বৃদ্ধাশ্রমে।
আইপিএল চলাকালে গেল এপ্রিল মাসে পুনের একটি বৃদ্ধাশ্রম আভালমায়াতে গিয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে বিরাট তার আইপিএল থেকে আয়ের অর্ধেক অর্থ সেই বৃদ্ধাশ্রমে দিয়ে দেবেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে বৃদ্ধাশ্রম ভ্রমনের সময়ে এক ম্যাচে আয়ের অর্ধেক অর্থ তুলে দিয়ে ছিলেন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের হাতে। সাথে কথা দিয়ে ছিলেন এখানের বাসিন্দাদের ভালো সুযোগ-সুবিধার জন্য তার ফাউন্ডেশন কাজ করবে।