স্পোর্টস ডেস্ক: দেউলিয়া হয়ে যাওয়ার ভয় তাড়া করছে বিরাট কোহলি! হঠাৎ করে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট বলেছেন, ‘ক্রিকেট জীবন শেষ করার পর দেউলিয়া হয়ে যাব না তো? এই চিন্তা, এই ভয়টা আমাকে তাড়া করে। এ জন্যই নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে শুরু করেছি। তিনি বলেন, টাকা-পয়সা আমার আমার জীবনের প্রেরণা নয়।
তবে টাকার মূল্য আছে। বেঁচে থাকার জন্যই। সেটা আমি উপলব্ধি করেছি। এই মুহূর্তে আমি এক ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছি। এই অভ্যসটা ধরে রাখতে হলে, ভবিষ্যতের কথা তো ভাবতেই হবে। বিরাট কোহলি বলেন, অনেক অ্যাথলিটের কাহিনী শুনেছি, যারা কেরিয়ারের শেষ দিকে দেউলিয়া হয়ে গিয়েছে। এসব কথা ভাবলে, ভয় লাগে। তাই চাই না এমন কিছু ঘটুক।’
যদিও বিরাট এভাবে ভয় পাচ্ছেন। তবুও তাঁর চিন্তা করার মত, কোনও কারণই ঘটেনি। শুধু ক্রিকেট খেলে নয়, বিজ্ঞাপন এবং ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়েও বিরাট কোহলি এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটারদের থেকে অনেক এগিয়ে। বলিউড তারকা রনবীর কাপুর বিজ্ঞাপন থেকে যে আয় করেন, তার সঙ্গেও টক্কর দিচ্ছেন বিরাট।