স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের সেঞ্চুরিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। বৃষ্টি আইনে সিসিএসকে ৯ উইকেটে হারিয়েছে ঘরোয়া জায়ান্টরা। রাজিন সালেহ'র ৯৫ রানের দায়িত্বশীল ব্যাটিং এর সুবাদে ২০৫ রানে শেষ হয় সিসিএসের ইনিংস।
বৃষ্টির কারণে কিছুটা সময় পণ্ড হওয়ায় শেষ পর্যন্ত ৩৫ ওভারের ম্যাচে আবাহনীর টার্গেট দাঁড়ায় ১৬৮। জবাবে ১ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় আবাহনী।
তামিম-নাজমুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিশ্চিত হলো ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ। সাথে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ। কেননা, হাতে-কলমে শক্তিশালী দল গড়েও প্রায়ই হোঁচট খেয়েছে আকাশী-নীলরা। এক সময় সুপার লিগের দৌঁড়ে টিকে থাকাটা যেন কঠিন ছিলো।
শক্তির বিচারে অপেক্ষাকৃত দুর্বল সিসিএস। টস জিতে আবাহনী অধিনায়ক তামিম ইকবাল নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। উদ্দেশ্য সিসিএসকে কম রানে বেঁধে ফেলা। বোলিংটা হচ্ছিলো পরিকল্পনা মতোই। ৪৬ রানেই তিন উইকেটের নেই সিসিএসের। তবে রুখে দাঁড়ালেন অধিনায়ক রাজিন সালেহ আর সাইফুদ্দিন। দুই ব্যাটসম্যানের জুটি থেকে আসে ১২৩ রান।
তবে ৯৫ রানে রাজিন আর ৫০ রানে সাইফুদ্দিন আউট হলে তাসের ঘরের মতো ভেঙে যায় সিসিএসের ইনিংস। শেষ পর্যন্ত ২০৫ রানে গুটিয়ে যায় রাজিন সালেহর দল। আবাহনীর হয়ে সাকিব ৩টি, তাসকিন ও রাজু ২টি করে উইকেট নেন।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ আর ব্যক্তিগত ৮ রানে ভারতীয় রিক্রুট ইউসুফ পাঠানকে হারিয়ে হোঁচট খায় আবাহনী। ১২ ওভার শেষে আকাশী-নীলদের রান যখন ৬২ তখন বাঁধ সাধে বৃষ্টি।
কার্টেল ওভারের ম্যাচে আবাহনীর সামনে জয়ের জন্য টার্গেট দাড়ায় ৩৫ ওভারে ১৬৮ রান। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের ৮৬ বলে ১০৫ রানের অনবদ্য ঝোড়ো সেঞ্চুরিতে ৫০ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পায় আকাশী নীল জার্সিধারীরা। ৫৩ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত।