News71.com
 Sports
 07 Jun 16, 12:00 PM
 1240           
 0
 07 Jun 16, 12:00 PM

টেনিস তারকা সেরেনা ইউলিয়াম বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী ক্রীড়াবিদ

টেনিস তারকা সেরেনা ইউলিয়াম বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক: মাত্র দুই দিন আগেই সেরেনা উইলিয়ামস ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছেন। কিন্তু সোমবার ভিন্ন ধরনের এক জয় হলো তার। প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন জানিয়েছেন. মারিয়া শারাপোভাকে পেছনে ফেলে সেরেনাই এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী ক্রীড়াবিদ।

রুশ গ্ল্যামার গার্ল শারাপোভার পতন হয়েছে বলেই সেরেনা উঠে আসতে পারলেন। নইলে শারাপোভোকে গেল ১১ বছরে ধরতে পারেনি কেউ। প্রায় এক যুগ ধরেই তিনি প্রতিবছর বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ক্রীড়াবিদ হয়ে আসছেন। কিন্তু এই বছরের শুরুতে ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন। সাময়িক নিষিদ্ধ হওয়া এই টেনিস সুপারস্টারের আর খেলায় ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না । তাতে শারাপোভার মূল আয়ের খাত এনডোর্সমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নাইকি, আমেরিকান এক্সপ্রেস, পোর্শে, ট্যাগের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো শারাপোভার কাছ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

শেষ ১২ মাসে শারাপোভার আয় ২১.৯ মিলিয়ন ডলার। আগের বছরের চেয়ে প্রায় ৮ মিলিয়ন ডলার কমেছে। তাতে এখন সর্বোচ্চ আয় করার তালিকাটির দ্বিতীয় স্থানে তিনি। এই ১২ মাসে সেরেনা আয় করেছেন ২৮.৯ মিলিয়ন ডলার। তার ধারে কাছে নেই কেউ। ২১টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন ৩৪ বছরের সেরেনা। ২৯ বছরের শারোপাভো ৫টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। কিন্তু ২০০১ সালে পেশাদার হওয়ার পর প্রাইজ মানিসহ শারাপোভার আয় ২৮৫ মিলিয়ন ডলার। তবে শুধু প্রাইজ মানিতে অবশ্য ইতিহাসের সেরা সেরেনা। তার আয় ৭৭.৬ মিলিয়ন ডলার। এর অর্ধেক আয়ও নেই ইতিহাসের কোনো নারী ক্রীড়াবিদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন