সাইফুল ইসলামঃ- দীর্ঘ ক্রিকেটীয় ব্যস্ততা কাটানোর পর ছুটি নিয়ে ঘরে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন সুপার স্টার মুস্তাফিজুর রহমান। তবে ভক্ত-সমর্থদের ভিড়ে বিশ্রাম খুব একটা পাচ্ছেন না কাটার মাস্টার। কিন্তু এরই মধ্যে সাতক্ষীরায় নিজ গ্রাম কালীগঞ্জের তেতুলিয়ায় মাহে রমজানের প্রথম দিনে ইফতারির আয়োজন করছেন তিনি।
মুস্তাফিজের স্থানীয় বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এবার এলাকার মোট ১০টি মসজিদের প্রায় ৩ হাজার মানুষকে ইফতার করাচ্ছেন। সবার জন্য থাকছে তেহারি ও খেজুরের ব্যবস্থা।
মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান পল্টু জানিয়েছেন, প্রথম রোজা শেষেই ঢাকায় ফিরবেন তিনি। বাংলাদেশ দলের চিকিৎসকের কাছ থেকে সবুজ সংকেত পেলেই সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ডে যেতে পারেন কাটার মাস্টার।