News71.com
 Sports
 07 Jun 16, 06:34 PM
 792           
 0
 07 Jun 16, 06:34 PM

ওয়াসিম আকরামের ভাষ্যে এখনও মোহাম্মদ আমিরই পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ

ওয়াসিম আকরামের ভাষ্যে এখনও মোহাম্মদ আমিরই পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক: ওয়াসিম আকরাম বরাবর মোহাম্মদ আমিরের খুব প্রশংসা করে থাকেন। আমির যখন ১৬ বছর বয়সে পা রেখেছিলেন আন্তর্জাতিক অঙ্গণে তখন ওয়াসিমের বিস্ময়ের সীমা ছিল না। এই বোলার তার মতো বাঁ হাতি। ফাস্ট বোলিংয়ে ওই অল্প বয়স থেকেই দারুণ। মাঝে ৫টি বছর হারিয়ে গেছে স্পট ফিক্সিংয়ের অপরাধে নিষিদ্ধ হয়ে। তবু আমিরকেই পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখেন ওয়াসিম।

ওয়াসিম আকরাম বলেন "আমির অসাধারণ বোলার। আমাদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎ।" ওয়াসিম বলেছেন, "আমিরকে শুধু একটা দিকেই মন দিতে বলেছি। আর সেটা ক্রিকেট। আর সব ছাড়তে বলেছি।" কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম এর আগেও আমিরের প্রতি তার দুর্বলতা প্রকাশ করেছেন।

আমির সামনের মাসে পাকিস্তানের ইংল্যান্ড সফরের দলে আছেন। ইংল্যান্ডেই ২০১০ সালে দুই সতীর্থের সাথে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন আমির। তখন ছিলেন টিনেজার। আর তার আগে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট মাতিয়ে রেখেছিলেন আমির। ওয়াসিম বলেছিলেন, আমিরের বয়সে তার মতো অতোটা প্রতিভাবান তিনি নিজেও ছিলেন না। গত বছর নিষেধাজ্ঞা পেরিয়ে আবার পাকিস্তান দলের আস্থার জায়গাটা করে নিয়েছেন আমির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন