News71.com
 Sports
 07 Jun 16, 10:39 PM
 841           
 0
 07 Jun 16, 10:39 PM

কলকাতার ইডেনে প্রথমবারের মত গোলাপি বলের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি জুনে..

কলকাতার ইডেনে প্রথমবারের মত গোলাপি বলের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি জুনে..

স্পোর্টস ডেস্ক: প্রথমবার গোলাপি বলে খেলা হয়েছিল অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২৭ নভেম্বরের অ্যাডিলেড সাক্ষী থেকেছিল গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলার সেই ঐতিহাসিক মুহুর্তের। এবার সেই মুহুর্তের সাক্ষী থাকবে আপামর ভারতবাসীও। কারণ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বিসিসিআই এখন পর্যন্ত চুড়ান্ত সিদ্ধান্ত না নিলেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল(সিএবি) সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিএবি'র তরফ থেকে ইতিমধ্যে গোলাপি বলে ম্যাচ খেলানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১৭ থেকে ২০ জুন সিএবি আয়োজিত সুপার লিগের ফাইনালে বিশ্ব ক্রিকেটের ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্স সাক্ষী থাকবে সেই ম্যাচের। এমনটাই জানিয়ে দিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গোটা দেশে টিভিতে এই ম্যাচটি দেখানোও হবে। এই সুপার লিগে বাংলার আটটি সেরা স্থানীয় দল অংশ নিতে চলেছে। সৌরভ জানান,‘টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আমাদের কিছু একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত বছর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের দিন-রাতের টেস্ট ম্যাচে দর্শকদের তরফ থেকে উল্লেখযোগ্যভাবে সাড়া পাওয়া গিয়েছে। আগামী দিনে দিন-রাতের টেস্টের কথা মাথায় রেখে ফ্লাডলাইটের আলোয় সুপার লিগ ফাইনাল করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন