News71.com
 Sports
 08 Jun 16, 11:53 AM
 831           
 0
 08 Jun 16, 11:53 AM

নিজেই মাঠেই অঘটনের শিকার চ্যাম্পিয়ন স্পেন.....

নিজেই মাঠেই অঘটনের শিকার চ্যাম্পিয়ন স্পেন.....

স্পোর্টস ডেস্ক: ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার ঠিক আগেই অঘটনের শিকার হলো বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। মঙ্গলবার রাজধানী মাদ্রিদে তারা হেরে গেছে জর্জিয়ার কাছে। শেষ প্রস্তুতি ম্যাচে স্প্যানিশরা হারে ১-০ গোলে। ২০১৫ সালের মার্চের পর এই প্রথম হারলো স্পেন। জর্জিয়া বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩৭তম। গত অক্টোবরে দুর্বল জিব্রাল্টারের বিপক্ষে জেতার পর আর কোন জয়ের দেখা পায়নি তারা। কিন্তু সেই তারাই স্পেনের ঘরের মাঠে দারুণ ডিফেন্স করলো। গোলের সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে তুলে নিলো জয়।

বিরতির ৬ মিনিট আগে একটি প্রতি আক্রমণে তরনিকে ওকরিয়াশভিলি করেছেন ম্যাচের একমাত্র গোলটি। ফ্রান্সে ১৩ জুন স্পেনের ইউরো শুরু হবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। টানা তৃতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার মিশন তাদের। কিন্তু তার আগেই দুর্বল প্রতিপক্ষের কাছে হারায় প্রশ্নের মুখে তো পড়তেই হচ্ছে তাদের।

কোচ ভিসেন্তে দেল বস্ক বলেছেন, "এটা আমাদের মেনে নিতে হবে। সামনের সময়ের জন্য নিজেদের তৈরি করতে হবে। এই ফলাফলের জন্য ইউরোতে আমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই।" চ্যাম্পিয়ন্স লিগে খেলা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা জাতীয় দলে ফিরেছিলেন। তাই শক্তিশালী একাদশই গড়তে পেরেছেন দেল বস্ক। যেমনটা পারেননি বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয়ের ম্যাচ দুটিতে। তারপরও ১২ ম্যাচ পর হারের দেখা পেতে হলো স্প্যানিয়ার্ডদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন