নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খেলোয়ারদের সামান্য আপত্তি থাকলেও, সবশেষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কর্তৃপক্ষই (সিএসএ) খবরটা নিশ্চিত করেছে। বুধবার তারা জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর অ্যাডিলেডে তারা স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে দিবারাত্রির টেস্টটি শুরু করবে। সিএসএ'র প্রধান নির্বাহী হারুন লরগাত জানিয়েছেন, "আমাদের সব টেস্ট খেলোয়াড়ের মতামত নেওয়া হয়েছে।
ক্রিকেটে ডে-নাইট টেস্ট খেলার প্রয়োজনীয়তাও বিবেচনা করা হয়েছে। সবকিছু সতর্কভাবে দেখার পর খুশি মনে ঘোষণা করছি যে আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচির সাথে একমত।" অক্টোবরের মাঝামাঝিতে অস্ট্রেলিয়া সফরে যাবে দক্ষিণ আফ্রিকা দল। অ্যাডিলেডে তারা গোলাপি বলে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলে সফর শুরু করবে তারা।
সেই প্রথম প্রোটিয়ারা খেলবে গোলাপি বলে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেছেন, "খেলোয়াড় হিসেবে আমরা দিবারাত্রির টেস্ট খেলার ব্যাপারে আমরা খুব ইতিবাচক ও আত্মবিশ্বাসী।" গত বছরের শেষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম কোনো দিবারিত্রের টেস্ট ম্যাচ খেলে। ইতিহাসের প্রথম সেই কৃত্রিম আলোতে টেস্ট খেলা হয়েছিল অস্ট্রেলিয়াতে।