স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সে অনুষ্ঠেয় আসন্ন ইউরো টুর্নামেন্ট পরিবার পরিজনের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন জার্মান দলের ডিফেন্ডার জেরোম বোয়েটাং। সন্ত্রাসী হামলার ভয়ে টুর্নামেন্ট দেখার জন্য তিনি তার স্ত্রী এবং ৫ বছর বয়সী জমজ সন্তানদের নিয়ে যাবেন না। গত বছর ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলার সময় প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে উপস্থিত ছিলেন জার্মান জাতীয় দলের সদস্য বোয়েটাং । এসময় জঙ্গিরা এলোপাথাড়ি গুলিবর্ষণের পাশাপাশি আত্মঘাতী বোমাবাজরা স্টেডিয়ামেও প্রবেশের চেষ্টা করেছে। ঘটনায় প্রাণ হারায় ১৩০ সাধারণ নাগরিক। সাপ্তাহিক স্পোর্টস বিল্ডকে জার্মান ফুটবলার বলেন, সবাইকে সিদ্ধান্ত নিতে হবে এমন পরিস্থিতি সামালের বিষয়ে। আমি নিজে অবশ্য ইতোমধ্যে আমার পরিবার ও সন্তানদের স্টেডিয়ামে না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কারণ সেখানে ঝুঁকিটা খুবই বেশী। ইউরো চলাকালে আমি পুরো মনোযোগটি খেলার মধ্যেই রাখতে চাই। আর আমি তখনই বেশী স্বস্তিবোধ করব যখন দেখব যে স্টেডিয়ামে আমার স্ত্রী ও সন্তানরা উপস্থিত নেই।