নিউজ ডেস্ক: রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভাকে আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ মাদক ‘মেলডনিয়াম’ ব্যবহার করেছেন বলে পরীক্ষায় ধরা পড়ার পর তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
অবশ্য ফেসবুকে পোস্ট করা এক বার্তায় মারিয়া শারাপোভা বলেছেন, তিনি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। এই পদক্ষেপকে তিনি খুব বেশি কঠোর বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, মারিয়া শারাপোভা এ পর্যন্ত পাঁচটি গ্রান্ড স্লাম জিতেছেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি উইম্বলডন শিরোপা জিতে টেনিস বিশ্বকে চমকে দেন।
মারিয়া শারাপোভাকে এর আগে গত মার্চে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এ কারণে জানুয়ারীতে অস্ট্রেলিয়ান ওপেনের আগে তিনি ডোপিং টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। অবশ্য শারাপোভা দাবি করেন, তিনি ওষুধ হিসেবে এই মাদক গ্রহণ করতেন।