স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজে চলমান ত্রি-দেশীয় সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিলি রুশো। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পান রুশো। এরপর তাৎক্ষণিকভাবে মাঠ থেকে বেরিয়ে যান।
হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে জানা যায়, রুশোর ডান কাঁধের হাড় খানিকটা সরে গেছে। এ কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন রুশো। দ্রুত তাকে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার।