News71.com
 Sports
 10 Jun 16, 01:13 AM
 802           
 0
 10 Jun 16, 01:13 AM

২০১৭ সালে ভারতের আমন্ত্রণে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ......

২০১৭ সালে ভারতের আমন্ত্রণে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ......

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতের হায়দরাবাদে বাংলাদেশ একটি টেস্ট খেলবে ভারতের বিপক্ষে । ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০১৬-১৭ মৌসুমে ভারতের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করেছে।

২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে । এরপর সব দেশেই টেস্ট সিরিজ খেলেছে। কিন্তু ভারত কখনো বাংলাদেশকে তাদের দেশে টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়নি। এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে একটি টেস্ট খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়ার কথা ছিল। তখন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু ব্যস্ত সূচিতে সময় করতে না পারার অজুহাতে তা পিছিয়েছে ভারত। এই বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। ২৬ ডিসেম্বর থেকে পরের বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত সেখানে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্টের সিরিজ খেলবে।

২০১৭ এর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া দল যাবে ভারত সফরে। এই সফরের আগে বাংলাদেশের সাথে ভারত টেস্ট খেলবে বলে ধারণা। ম্যাচটির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন