News71.com
 Sports
 10 Jun 16, 01:15 AM
 836           
 0
 10 Jun 16, 01:15 AM

আয়ের দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের সকল অ্যাথলেটদের ছাড়িয়ে গেলেন....

আয়ের দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের সকল অ্যাথলেটদের ছাড়িয়ে গেলেন....

স্পোর্টস ডেস্ক: তিনি ধরাছোঁয়ার বাইরে!‌ শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। আয়ের দিক থেকে বিশ্বের সব অ্যাথলিটদের পেছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো!‌ এমনকি সেই পিছিয়ে পড়াদের তালিকায় আছেন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র, লিওনেল মেসিও!‌

গত বছর সি আর সেভেনের আয়ের পরিমাণ ৬ কোটি ১০ লক্ষ পাউন্ড !‌ মেসি আছেন দ্বিতীয় স্থানে। তাঁর আয় ৫ কোটি ৬০ লাখ পাউন্ড ‌!‌ মেওয়েদার বা টাইগার উডস ছাড়া অন্য কেউ এই তালিকার শীর্ষে আছে, এমনটা ২০০১ সালের পর প্রথম ঘটল। মেওয়েদারের গত বছরের আয় ৩ কোটি পাউন্ড ‌।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন