স্পোর্টস ডেস্ক: বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন টেনিসে খেলবেন না স্পেনের তারকা রাফায়েল নাদাল। কব্জির ইনজুরি থেকে সেরে উঠে অলিম্পিকের প্রস্তুতি হিসেবে তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কোচ টনি নাদাল। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে হাতের কব্জিতে ব্যথা পান নাদাল। ফলে তৃতীয় রাউন্ডের আগেই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
কোন ঝুঁকি না নিতেই নাদালের এমন সিদ্ধান্ত বলে জানালেন তার কোচ টনি। এ ব্যাপারে টনি বললেন, ‘অলিম্পিকের আগে নাদালকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছি না। রাফা ফিরবে তখনই যখন ওর ফিটনেসের ব্যাপারে ডাক্তার নিশ্চিত হবে। শতভাগ ফিট করেই নাদালকে অলিম্পিকে খেলানোর পরিকল্পনা আমাদের।'
তাই চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হওয়া বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের আগে তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আগামী আগস্টের রিও অলিম্পিককে প্রধান লক্ষ্য করেছেন নাদাল। তাই উইম্বলডনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।