News71.com
 Sports
 12 Jun 16, 11:55 AM
 775           
 0
 12 Jun 16, 11:55 AM

দ্রুত মানব উসাইন বোল্টের মাত্র ৯.৮৮ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম

দ্রুত মানব উসাইন বোল্টের মাত্র ৯.৮৮ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম

স্পোর্টস ডেস্ক: জ্যামাইকান বিদ্যুৎ ধীরে ধীরে টাইমিংটা কমিয়ে আনছেন। স্প্রিন্ট তো একটি অভ্যাসের মতো। মাঝে ইনজুরির কারণে অনেক দিন ট্র্যাকের বাইরে ছিলেন। উসাইন বোল্ট দৌড়াননি অনেক দিন। এখন ফিরে প্রত্যেক মিটই জিতছেন এবং ইতিহাসের দ্রুততম মানব সময়ের কাটাকে টেনে টেনে নিজের মতো করে কমিয়ে নিচ্ছেন।

এবার নিজের দেশে শনিবারের দৌড়ে ৯.৮৮ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে চ্যাম্পিয়ন হয়েছেন বোল্ট। আর এটি এই বছরের দ্বিতীয় দ্রুততম টাইমিংও বটে। রিও ডি জেনেইরো অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করছেন বোল্ট। এই মৌসুমে আগে দুটি দৌড় দৌড়েছেন।

প্রথমটির টাইমিং ছিল ১০ সেকেন্ডের বেশি। দ্বিতীয়টিতে ১০ এর নীচে নামিয়েছিলেন। এবার সেটাকে আরো নীচে নামালেন বোল্ট।কিন্তু সবার সেরা আবশ্যই এই জ্যামাইকানদেরও গৌরব বোল্ট। ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেষটা করেছেন দুর্দান্তভাবে।

২০১৬ তে এর আগের মিটে ২০ মে অস্ট্রাভায় ১০০ মিটার স্প্রিন্টে বোল্ট সময় নিয়েছিলেন ৯.৯৮ সেকেন্ড। এই বছরের সেরা টাইমিং ফ্রান্সের জিমি ভিকার। ৭ জুন ৯.৮৬ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করেন তিনি। ১০০ মিটারে বিশ্ব রেকর্ডটা বোল্টের। ৯.৫৮ সেকেন্ডের বিস্ময়কর টাইমিং সেটা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন