স্পোর্টস ডেস্ক: একটি দল রেকর্ড তিনবার ইউরোর সিংহাসনে বসেছে, আরেকটা দল সেই ইউরোর রাজ্যপাটেই পা রেখেছে মাত্র একবার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সামনে ইউক্রেনের তো বাধা হওয়ারই কথা নয়। বরাবরের মতোই এবারো ইউরোর অন্যতম ফেবারিট জার্মানি। তার ওপর তারা এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। কিন্তু বিশ্বসেরার মুকুট পরার পর থেকেই যেন উল্টো দিকে চলতে শুরু করেছে জার্মানি। ইউরোর বাছাইপর্বটা খুব মসৃণ হয়নি ।মার্চে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হার । যেন গত কিছুদিনে ঠিক জার্মানি বলে চেনা যাচ্ছে না। অবশ্য চোটও তাদের গায়ে থাবা বসিয়েছে। মার্কো রয়েস টুর্নামেন্ট শুরুর আগেই বাদ, দল দেওয়ার পর চোট কেড়ে নিল রোমা ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে। রক্ষণে দীর্ঘদিনের ভরসা ম্যাটস হামেলসকে আজ হয়তো পুরো ফিট না থাকা সত্ত্বেও নেমে পড়তে হতে পারে। অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগারের ফিটনেস নিয়েও সংশয় আছে। ইউক্রেনের আক্রমণের দুই তির ইয়েভেন কোনোপ্লাঙ্কিয়া ও আন্দ্রি ইয়ারমলেঙ্কো জার্মান রক্ষণের ভালো একটা পরীক্ষাই নিতে পারেন আজ। জার্মানির গোল করার লোকেরও তো অভাব। অনেক দিন থেকেই বিশ্বমানের স্বীকৃত স্ট্রাইকারের অভাবে ভুগছে জার্মানি। মারিও গোটশের কাঁধেই হয়তো আজ বড় দায়িত্ব থাকবে গোল করার।
কোচ জোয়াকিম লো অবশ্য জার্মানিকে বহুদিন পর এই ট্রফিটা এনে দিতে মরিয়া, ‘অনেক দিন ধরেই আমি জার্মানির কোচ। এত সব প্রীতি ম্যাচ ও বাছাইপর্ব খেলার পর এই টুর্নামেন্টই এখন আমাদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। আমরা নিজেদের আরও একবার প্রমাণ করতে চাই।’ ইতিহাস আশাই দেবে জার্মানিকে, ইউক্রেনের সঙ্গে পাঁচবারের দেখায় একবারও হারেনি, জিতেছে দুবার।
আজ জার্মানি-ইউক্রেন ম্যাচের ওপরই সবার চোখ । দেখা যাক কে জয়ী হয় ।