News71.com
 Sports
 13 Jun 16, 04:28 PM
 911           
 0
 13 Jun 16, 04:28 PM

আবারও পাকিস্তানের কোচ হবেন,এমনটাই আশা ওয়াকার ইউনিসের

আবারও পাকিস্তানের কোচ হবেন,এমনটাই আশা ওয়াকার ইউনিসের

স্পোর্টস ডেস্ক: একরম বাধ্য হয়েই বিদায় নিতে হয়েছিল দল থেকে। আসলে বলা উচিত, বিদায় করে দেওয়া হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনিস। এরপর দুই মাস কেটে গেছে, তবে সেই সময়টা এখনো ‘মিস’ করেন ওয়াকার। নিজের কাজটা শেষ করে যেতে পারেননি, সেটা নিয়েও একটু আফসোস আছে পাকিস্তানের সাবেক পেসারের।

প্রায় দুই বছর পাকিস্তানের কোচ ছিলেন। এই সময়ে অনেক ঝড়ঝাপটা দেখতে হয়েছে। ওয়াকার বলছেন, পাকিস্তানের কোচের জন্য আরও অনেক প্রস্তাব উপেক্ষা করেছিলেন, ‘দেশের হয়ে ১০ বছর খেলেছে এমন যেকোনো খেলোয়াড়ই দলকে ভালো করতে দেখতে চাইবে। কখনোই চাইবে না দল বাকিদের পেছনে পড়ে যাক। যখন দায়িত্ব পেয়েছিলাম, অনেক কিছুই বলা হচ্ছিল। শুধু চেয়েছিলাম দেশের কাছ থেকে এত কিছু পাওয়ার পর পাকিস্তানের জন্য কিছু করতে।’

সেই দায়িত্বটা পুরোপুরি শেষ করতে পারেননি, সে জন্য তাই আফসোস আছে। তবে ওয়াকার আশাবাদী, একদিন আবারও ফিরবেন এই দায়িত্বে, ‘আরও কিছু কাজ অসমাপ্ত আছে। আশা করি, একদিন সেসব আমি শেষ করতে পারব।’ এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো পাকিস্তানের কোচের পদ ছেড়েছিলেন ওয়াকার। এবার তাঁর জায়গায় পাকিস্তানের হাল ধরেছেন মিকি আর্থার।

আর্থারের প্রথম পরীক্ষাটাই কঠিন হতে যাচ্ছে, ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। ওয়াকার আর্থারকে শুভকামনাও জানিয়েছেন ।

ইংল্যান্ড সফরটা যে খুব সহজ হবে না, সেটাও স্বীকার করলেন, ‘ইংল্যান্ড সফর সহজ হবে না, তবে নিজেদের ওপর বিশ্বাস থাকলে যেকোনো কিছুই সম্ভব। আমার মনে হয়, আমির, রাহাত, ওয়াহাবদের নিয়ে পাকিস্তানের বোলিং ওই কন্ডিশনে ভয়ংকর হতে পারে। আর ইয়াসির শাহ যদি জায়গামতো বল ফেলতে পারে, তাহলে যেকোনো কিছুই সম্ভব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন