News71.com
 Sports
 13 Jun 16, 04:34 PM
 810           
 0
 13 Jun 16, 04:34 PM

টিম ইন্ডিয়ার কোচ হতে ৫৭ আবেদন ।।

টিম ইন্ডিয়ার কোচ হতে ৫৭ আবেদন ।।

স্পোর্টস ডেস্কঃ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের কোচ হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডে ৫৭টি আবেদনপত্র জমা পড়েছে। তবে কারা আবেদন করেছেন সেটা এখন প্রকাশ করেনি বোর্ড ।

সূত্রের খবর, বিদেশিদের পাশাপাশি এ তালিকায় রয়েছেন ভারতের জাতীয় নির্বাচক কমিটির প্রধান তথা সাবেক টিম ইন্ডিয়ার কোচ সন্দীপ পাতিল, সদ্য সাবেক টিম ইন্ডিয়ার ডিরেক্টর রবি শাস্ত্রী, টিম ইন্ডিয়ার সাবেক বোলিং কোচ ভেঙ্কেটেশ প্রসাদ, ভারতীয় দলের সাবেক ব্যাটসম্যান তথা রাজস্থানের রঞ্জি জয়ী দলের অধিনায়ক হৃষিকেশ কানিতকর, ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী কোচ লালচাঁদ রাজপুত এবং আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক কোচ প্রবীণ আমরে।

আবেদনপত্রগুরো বোর্ড সচির অজয় শিরকের দফতর থেকে নিয়ে প্রাথমিক বাছাই করা হবে। এরপর সেখান থেকে বিরাট-ধোনিদের কোচ বেছে নেবেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্ণণের পরামর্শদাতা কমিটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন