স্পোর্টস ডেস্ক: সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে ফুটবলে। আধুনিক ফুটবল এখন গতিময়। এই সময়ে বিশ্বের প্রথম ১০ দ্রুত গতির ফুটবলারের তালিকা :
১) অ্যন্টোনিও ভ্যালেন্সিয়া (ম্যাঞে্চস্টার ইউনাইটেড) – ৩৫.২ কিমি/প্রতি ঘণ্টায়
২) রহিম স্টার্লিং (ম্যাঞ্চেস্টার সিটি) – ৩৫.১ কিমি/প্রতি ঘণ্টায়
৩) গ্যারেথ বেল (রিয়েল মাদ্রিদ) – ৩৪.৭ কিমি/প্রতি ঘণ্টায়
৪) থিও ওয়ালকট (আর্সেনাল) – ৩৪.৩ কিমি/প্রতি ঘণ্টায় ৫) আরেন রবেন (বায়ার্ন মিউনিখ) – ৩৩.৯ কিমি/প্রতি ঘণ্টায়
৬) অ্যারন লেনন (এভার্টন) – ৩৩.৮ কিমি/প্রতি ঘণ্টায়
৭) ক্রিস্টিয়ানো রোনাল্ডো (রিয়েল মাদ্রিদ) – ৩৩.৬ কিমি/প্রতি ঘণ্টায়
৮) গ্যাব্রিয়েল আবনলাহোর (অ্যাস্টনভিলা) – ৩৩.৩ কিমি/প্রতি ঘণ্টায়
৯) রস বার্কলে (এভার্টন) – ৩২.৮ কিমি/প্রতি ঘণ্টায় ১০) লিওনেল মেসি (বার্সেলোনা) – ৩২.৫ কিমি/প্রতি ঘণ্টায়