স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারে শুরুতেই একটা ভুল করে ফেলেছেন জেরার্ড পিকে। ডিফেন্ডার হিসেবে ক্যারিয়ার গড়া পিকে গোল করেই যেন মজা পান বেশি। বার্সার জার্সিতে গোল তাঁর কাছে মোটেই অচেনা নয়। স্পেনের ভাগ্য ভালো, আজও জেগে উঠল তাঁর ‘স্ট্রাইকার-সত্তা’। পিকের গোলে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে শুভসূচনা করল বর্তমান চ্যাম্পিয়নরা।
শুরু থেকেই নিজেদের খেলা খেলেছে স্পেন। দ্রুতলয়ের পাসিং ফুটবলে ব্যতিব্যস্ত করে তোলে তারা চেক রক্ষণভাগকে। কিন্তু ডি-বক্সের আসে পাশে এলেই খেই হারিয়ে ফেলছিলেন মোরাতা, নোলিতো, ইনিয়েস্তারা। সরাসরি গোলে শট না নিয়ে পাসের পর পাস দেওয়া। আর তাতেই একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে দলটি।
অন্যদিকে চেক প্রজাতন্ত্র সুযোগ পেলেই প্রতি আক্রমণে উঠছিল। প্রতিটি আক্রমণেই ভয় ধরিয়ে দিয়েছে চেকরা। ইকার ক্যাসিয়াসের পরিবর্তে তাঁকে নামানোর যথার্থতা প্রমাণ করেছেন ডেভিড ডি গিয়া। তাঁর দুর্দান্ত কিছু সেভই গোলবঞ্চিত করেছে চেক প্রজাতন্ত্রকে। ৮৭ মিনিটে গেরোটা ছোটে স্পেনের। বাঁ প্রান্ত থেকে ইনিয়েস্তার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান পিকে। স্বস্তির নিশ্বাস ফেলে স্পেন।