স্পোর্টস ডেস্ক: ক্রিকেটকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য আছে আইসিসির দুর্নীতি-বিরোধী ইউনিট (এসিইউ)। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা মনে করে, নানা কারণেই এসিইউকে ক্রিকেট-দুর্নীতির তথ্য সরবরাহ করতে ‘নিরাপদ’ বোধ করেন না ক্রিকেটাররা।
ফিকার প্রধান নির্বাহী টনি আইরিশের মতে, ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া স্পর্শকাতর তথ্য এসিইউ যেভাবে ব্যবহার করে, তা নিয়ে ক্রিকেটাররা উদ্বিগ্ন। অনেকভাবেই ক্রিকেটারদের নাম পরে চলে আসে। ফিকা মনে করে, দুর্নীতির তথ্য যেসব ক্রিকেটার এসিইউকে দেয়, তাদের পরিচয় গোপন রাখা উচিত নিরাপত্তার স্বার্থে। কারণটাও অনুমেয়। ম্যাচ বা স্পট ফিক্সিং অপরাধে জড়িতরা অন্ধকার জগতের।
সম্প্রতি এমসিসির স্পিরিট অব ক্রিকেট বক্তৃতায় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এসিইউ-এর ব্যাপারে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সাবেক সতীর্থ ক্রিস কেয়ার্নসের বিপক্ষে তিনি যে তথ্যগুলো সরবরাহ করেছিলেন, সেগুলো আকসুর এক কর্মকর্তা নাকি এক টুকরো কাগজে টুকে নিয়েছিলেন। ম্যাককালামের সেই তথ্য খুব একটা কাজে লাগাতে পারেনি এসিইউ। উল্টো পরের দফায় তিনি যেসব তথ্য দিয়েছিলেন এসিইউ কর্মকর্তাকে, সব পত্রিকায় ফাঁস হয়ে যায়।
ম্যাককালাম তাঁর বক্তৃতায় বলেছিলেন, ‘খেলোয়াড়দের দেওয়া গোপন স্পর্শকাতর তথ্য যদি মিডিয়ায় ফাঁস হয়ে যায় তাহলে ক্রিকেটের অভিভাবক সংস্থা কীভাবে প্রত্যাশা করে তারা খেলোয়াড়দের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবে?’