News71.com
 Sports
 15 Jun 16, 12:59 AM
 763           
 0
 15 Jun 16, 12:59 AM

আগামি ২৪ জুন নতুন কোচ পাচ্ছেন ধোনি-কোহলিরা ।।

আগামি ২৪ জুন নতুন কোচ পাচ্ছেন ধোনি-কোহলিরা ।।

স্পোর্টস ডেস্কঃ দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট দলের কোচ হতে আবেদন করেছেন ৫৭ জন। এখন চলছে আবেদনপত্র যাচাই-বাছাই করে সংখ্যাটা আরো কমিয়ে আনার কাজ। তবে ধোনি-কোহলিদের কোচের জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না ভারত সমর্থকদের ।

আগামী ২৪ই জুন নতুন কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেদিন অর্থাৎ ২৪ই জুন ধর্মশালায় বসবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়ার্কিং কমিটির মিটিং। এবং সেই মিটিংয়েই ভারতীয় ক্রিকেট দল পাচ্ছে নতুন কোচ। সেদিনই নাম ঘোষণা হয়ে যাবে নতুন কোচের ।

প্রায় বছরখানেক ধরে টিম ডিরেক্টর নামে একটা পদ তৈরি করে কোচের কাজ চালাচ্ছে ভারত। এবার স্থায়ী কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন অনিল কুম্বলে, স্টুয়ার্ট ল, ডেভ হোয়াটমোর, ভেঙ্কটেশ প্রসাদ, বলবিন্দর সিংহ সান্ধু, ঋষিকেশ কানিতকার, সন্দীপ পাতিলসহ আরো অনেকে। শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট দলের কোচ কে হবেন সেটি জানতে অপেক্ষা করতে হবে ২৪ই জুন পর্যন্ত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন