স্পোর্টস ডেস্ক: ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করল দেশটির ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান কার্যালয়ে তলব করা হয় দুঙ্গা ও তার সহকারীদের। সেখানে দীর্ঘ আলোচনার পর তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তার সহকারীসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক ঘোষণায় বলা হয়েছে, 'দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' এ নিয়ে দ্বিতীয় দফায় ব্রাজিল কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হলো।
২০১৪ বিশ্বকাপের ব্যর্থতার জেরে লুইস ফেলিপ স্কলারিকে বিদায়ের পর দ্বিতীয় দফায় তাকে ব্রাজিল কোচ হিসেবে নিযুক্ত করা হয়।
কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই দুঙ্গাকে বরখাস্ত করা হলো। দুর্বল হাইতির বিপক্ষে ৭-১ গোলের জয় বাদে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র, পেরুর কাছে ০-১ গোলের হারে কোপা থেকে ছিটকে পড়ে ব্রাজিল। এরপর থেকেই কার্লোস দুঙ্গা বরখাস্ত হচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।