News71.com
 Sports
 16 Jun 16, 01:11 AM
 838           
 0
 16 Jun 16, 01:11 AM

ফুটবল দাঙ্গা নিয়ে রাশিয়া আর ফ্রান্সের মধ্যে উত্তেজনা ।।

ফুটবল দাঙ্গা নিয়ে রাশিয়া আর ফ্রান্সের মধ্যে উত্তেজনা ।।

 

নিউজ ডেস্কঃ ফুটবল দাঙ্গাকে কেন্দ্র করে ফ্রান্স আর রাশিয়ার সম্পর্কে অবনতির আশংকা সৃষ্টি হয়েছে। ৪০ জন রুশ ফুটবল সমর্থককে আটকে রাখার প্রতিবাদ জানাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ।

গত শনিবার ফ্রান্সের মার্সেই শহরে ইংল্যান্ড বনাম রাশিয়ার ফুটবল ম্যাচের আগে পরে সংঘটিত দাঙ্গার জের ধরে এদের আটক করা হয়। রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে, রুশ বিরোধী সেন্টিমেন্ট উস্কে দিলে তা ২দেশের সম্পর্কের গুরুতর অবনতি ঘটাতে পারে।

ইউরোপীয় ফুটবল সংস্থা ইতোমধ্যে রাশিয়াকে এই বলে হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের সমর্থকরা যদি আবার সহিংসতায় জড়ায় তাহলে রাশিয়াকে ইউরো ২০১৬ থেকে বহিস্কার করা হবে। গত শনিবার মার্সেই শহরে রাশিয়া আর ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে বহু মানুষ আহত হয়। তারপরই ইউয়েফার পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন