স্পোর্টস ডেস্ক: বাঁকানো আঙুলে জানিয়ে দিলেন ব্যাটসম্যান আউট। কিংবা ছক্কার পর ব্যতিক্রমী সংকেত। এই ব্যতিক্রমী সব সংকেতের কারণে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন বিলি বাউডেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে তার দৃষ্টিনন্দন আম্পায়ারিং বোধহয় আর দেখা যাচ্ছে না। খ্যাতিমান এই কিউই আম্পায়ারকে নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ চুক্তি থেকে বাদ দিয়েছে।
আজ বৃহস্পতিবার ঘোষিত নিউজিল্যান্ডের আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে বাউডেনকে রাখা হয়নি। নিউজিল্যান্ডের ন্যাশনাল আম্পায়ার প্যানেলে রাখা হয়েছে তাকে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ফেরা পুরোপুরি অনিশ্চয়তায়। ২০১৩ সালে আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েন তিনি। ১ বছর পর আবার প্যানেলে ফিরলেও ২০১৫ সালে আবার বাদ পড়েছেন বাউডেন।
৮৪টি টেস্ট ও ২০০টি আন্তর্জাতিক ওয়ানডে পরিচালনা করার অভিজ্ঞতা তার আছে। শেষবার গত ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে চ্যাপেল-হ্যাডলি ট্রফি ওয়ানডে সিরিজে দেখা গিয়েছিল তাকে। ২১ বছর শীর্ষ পর্যায়ে আম্পায়ারিং করার পর ওখানেই সম্ভবত শেষ হলো তার।
১ম আন্তর্জাতিক ম্যাচ বাউডেন পরিচালনা করেছিলেন ১৯৯৫ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে হ্যামিল্টনের খেলাতে। ৫৩ বছরের বাউডেনই একমাত্র নন বাদ পরা থেকে। নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল আম্পায়ার প্যানেল থেকে বাদ পড়েছেন ডেরেক ওয়াকার ও ফিল জোন্স।