স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠা পেরুকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শতবর্ষী কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। আজ শনিবার (১৮ জুন) সকালে নিউ জার্সিতে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে পেরুকে পরাজিত করে কলম্বিয়া।
শেষ চারে জায়গা করে নিতে মাঠে নামে কলম্বিয়া-পেরু। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় নির্ধারিত সময়ে দু'দল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এ অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারলে ম্যাচের ভাগ্য চলে যায় টাইব্রেকারে। সেখানেই পেরুকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল হামেস রদ্রিগেজের দল।
টাইব্রেকারে প্রথম দুটি শটে সমতা থাকে। কলম্বিয়ার পক্ষে রদ্রিগেজ ও জুয়ান গুলারেমিয়ো গোল দেন। আর পেরুর পক্ষে গোল পান রাউল মারিও এবং রেনাটো টাপিয়া। তৃতীয় শটে কলম্বিয়াকে এগিয়ে নেন মোরেনো গ্যালিন্ডো। কিন্তু ব্যর্থ হন পেরুর মিগুয়েল অ্যাঞ্জেল। তার শর্ট কলম্বিয়ার গোলরক্ষক ওসপানিও রুখে দেন। চতুর্থ শটে কলম্বিয়ার পেরেজ কার্ডোনা গোল পেলে আর আলবার্ট কুয়েভা ব্রাভো বারের উপর দিয়ে মারেন। এতে ৪-২ ব্যবধানে সেমিফাইনালে উঠে যায় কলম্বিয়া।