নিউজ ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় আহত হয়েছেন সোহরাওয়ার্দি শুভ। তাসকিন আহমেদের বলে মাথার নিচের অংশে আঘাত নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ও আবাহনীর ম্যাচের সময় এই দুর্ঘটনা ঘটেছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সোহরাওয়ার্দিদের ভিক্টোরিয়া। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ভালোই প্রতিরোধ গড়েছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু ২৫তম ওভারে দূর্ঘটনায় পড়েন। ওই ওভারে তাসকিনের তৃতীয় বলটি শর্ট ছিল। সোহরাওয়ার্দি ছেড়ে দিয়েছিলেন। বল যতোটা উঠবে ভেবেছিলেন তার চেয়ে কম উচ্চতায় ওঠে। মাথা নিচু করে সোহরাওয়ার্দি বল এড়াতে চেয়েছেন। কিন্তু পারেননি। বলটি এই বাঁ হাতি ব্যাটসম্যানের হেলমেটের নিচে ঘাড়ের ডান পাশে আঘাত হানে।
ক্রিজে লুটিয়ে পড়েন সোহরাওয়ার্দি। ছুটে আসেন সবাই। ফিজিও-চিকিৎসকরা দেখেন তার অবস্থা। এরপর স্ট্রেচারে করে বাইরে নেওয়া হয় তাকে। কিন্তু যে জায়গায় বল লেগেছে সেটি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বলেই শঙ্কা।