স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। ব্যাট হাতে ভালো খেললেও দলকে জেতাতে পারেন নি ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে এই ম্যাচ হারলেও টি২০ তে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটি এখন ধোনির ।
এর কয়েকদিন আগেই প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ১দিনের ক্রিকেটে ৩৫০ ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন ধোনি। ওয়ানডেতে না পারলেও টি২০ তে অবশ্য সবাইকে ছাড়িয়ে গেলেন ধোনি। এর আগে টি২০ তে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ছিল পাকিস্তানের কামরান আকমলের। উইকেটের পেছনে কামরান ৬০ জনকে আউট করেছিলেন।মাসাকাদজার ক্যাচটি ধরার সাথে সাথে রেকর্ডটি কেবল ধোনির হয়ে যায়। উইকেটের পেছনে ৪০টি এবং ২১ স্ট্যাম্পিং করেছেন ধোনি ।