নিউজ ডেস্কঃ অ্যাপলো হাঁসপাতালের নিওরো বিভাগের নিবিড় পর্যবেক্ষণে ২৪ ঘণ্টা থাকার পর গতকাল বাসায় ফিরেছেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। তবে আপাতত মাঠে নামা হচ্ছে না তার। চিকিৎসকেরা এক সপ্তাহের বিশ্রাম নিতে বলেছেন তাকে।
মিরপুরে গত শনিবার আবাহনীর পেসার তাসকিনের বাউন্সারে হেলমেটের নিচে ঘাড়ে আঘাত পান ভিক্টোরিয়ার ব্যাটসম্যান সোহরাওয়ার্দী। তবে সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্টে মারাত্মক কোনো চোট ধরা পড়েনি। বিসিবির চিকিৎসক মনিরুল আমিন জানিয়েছেন, ‘সোহরাওয়ার্দী শঙ্কামুক্ত। তিনি ভালো আছেন।’