News71.com
 Sports
 20 Jun 16, 11:41 AM
 946           
 0
 20 Jun 16, 11:41 AM

সাবেক অস্ট্রেলিয় ক্রিকেট তারকা শেন ওয়ার্নের জীবনে নতুন সঙ্গী

সাবেক অস্ট্রেলিয় ক্রিকেট তারকা শেন ওয়ার্নের জীবনে নতুন সঙ্গী

স্পোর্টস ডেস্ক: তিন সন্তানের জনক ওয়ার্নের স্ত্রীর সঙ্গে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। নিজের ছেলেমেয়েও যথেষ্ট বড় হয়েছে। কিন্তু তারপরও ওয়ার্ন পুরনো অভ্যাস ছাড়তে পারেননি। এক লাস্যময়ীর সঙ্গে ৪৬ বছর বয়সী এই অসি তারকাকে দেখা গিয়েছে সেন্ট্রাল লন্ডনের সোহোতে।

ছবিতে দেখা গেছে, ওয়ার্নের এক হাতে সিগারেট। অন্য হাতে আই ফোন। কখনো সেই সুন্দরী ওয়ার্নের ঠোঁটে ঠোঁট রাখছেন কখনো বা ভালোবেসে তার কানের কাছে মুখ নিয়ে যাচ্ছেন।

ওয়ার্নের জীবনে বান্ধবীদের তালিকা বেশ লম্বা। এই তালিকায় রয়েছেন লিজ হার্লি, এমিসি স্কটরা। আরো অনেক নারীদের সঙ্গে জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন ওয়ার্ন। কিছুদিন আগে এই মহিলার সঙ্গেই ছবি ছাপিয়েছির ইংল্যান্ডের ‘ডেইলি মেইল’। রোববার ইংল্যান্ডের বেশ কয়েকটি ট্যাবলয়েড পত্রিকাও এই মহিলার সঙ্গে ওয়ার্নের ছবি ছেপেছে। যদিও ওয়ার্নের তরফ থেকে এখনো কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন