News71.com
 Sports
 20 Jun 16, 06:26 PM
 851           
 0
 20 Jun 16, 06:26 PM

কোপা আমেরিকা কাপ ফুটবল : সেমিফাইনালে আর্জেন্টিনাকে ভয় পায় না যুক্তরাষ্ট্র

কোপা আমেরিকা কাপ ফুটবল : সেমিফাইনালে আর্জেন্টিনাকে ভয় পায় না যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে যুক্তরাষ্ট্রের কোচ ইয়র্গেন ক্লিন্সমান জানালেন, আর্জেন্টিনায় ভীত নন তিনি ও তার দল। চোট কাটিয়ে দারুণভাবে মাঠে ফেরা লিওনেল মেসিকে নিয়েও তারা ভয় পাচ্ছেন না। হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম সেমিফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে ২৩ বছর পর বড় কোনো শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনা।

কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকা মিশন শুরু করা যুক্তরাষ্ট্র পরের তিন ম্যাচে সাত গোল করার বিপরীতে হজম করেছেন মাত্র একটি। ক্লিন্সমান তাই আর্জেন্টিনাকে আটকে দিতে আত্মবিশ্বাসী। 'আমরা কামড় বসাতে ও লড়তে প্রস্তুত; তাদের তাড়া করতে এবং ভালো করে সামলাতে প্রস্তুত। যদি আমরা এটা আবার করতে এবং তাতে বাড়তি কিছু যোগ করতে পারি, তাহলে এটা মজার (ম্যাচ) হতে যাচ্ছে।'

এই ম্যাচে সামনে রেখে ৫১ বছর বয়সী ক্লিন্সমান বলেন, 'আমরা তাদেরকে একটুও ভয় পাচ্ছি না। আমরা তাদের খেলোয়াড়দের শ্রদ্ধা করি। এটা এখন বিশেষ মুহূর্ত। গতকাল অনুশীলন শুরুর আগে আমি ছেলেদের বলেছি-জীবনে এ সুযোগ একবারই আসে। তোমরা সেমিফাইনালে উঠে নিজেদের গর্বিত করেছ; কিন্তু এখন আরও বেশি কিছুর জন্য খেল।'

রক্ষণা ভালো মতো সামলে গ্রুপ পর্ব, কোয়ার্টার-ফাইনাল পেরিয়েছে যুক্তরাষ্ট্র। মেসি-হিগুয়াইনদের আটকাতে সেমিফাইনালেও রক্ষণ সুদৃঢ় রাখতে হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন জার্মান এই কোচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন