News71.com
 Sports
 20 Jun 16, 06:32 PM
 745           
 0
 20 Jun 16, 06:32 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ: ভিক্টোরিয়াকে প্রাইম দোলেশ্বরের ৩৩৪ রানের টার্গেট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ: ভিক্টোরিয়াকে প্রাইম দোলেশ্বরের ৩৩৪ রানের টার্গেট

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় দলে ‘উপেক্ষিত’ নাসির হোসেনের ব্যাটে আজ আবারও ঝড় উঠল। ভারতে অনুষ্ঠিত টি২০ দলের সঙ্গে থাকলে কোনো ম্যাচের খেলার সুযোগ হয়নি তার। এরপর নিজেকে প্রমাণ করার চেষ্ঠায় মুখিয়ে ছিলেন তিনি। অপরদিকে বহুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকা রকিবুল করলেন সেঞ্চুরি।

আজ সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুললেন নাসির। মাত্র ৪২ বল মোকাবিলা করে অপরাজিত ছিলেন ৭৪ রানে। তার মূল্যবান এই ইনিংসটি ছিল ৯টি চার ও ২টি ছয়ে সাজানো। রকিবুল হাসানের সেঞ্চুরি ও নাসিরের ঝড়ো ইনিংসের সুবাদে ভিক্টোরিয়ার বিপক্ষে ৫ উইকেটে ৩৩৩ রানের বড় সংগ্রহ পেয়েছে প্রাইম দোলেশ্বর। জয়ের জন্য ভিক্টোরিয়াকে করতে হবে ৩৩৪ রান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন