স্পোর্টস ডেস্কঃ টিম ইন্ডিয়ার হোটেলে ধর্ষণের অভিযোগে পুরো বিশ্বে যখন হৈচৈ, তখন মাঠে বসেই এর জবাবটা দিল ধোনিবাহিনী। জিম্বাবুয়েকে কোন প্রকার ছাড় না দিয়ে রীতিমত রেকর্ড গড়ে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিল ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো ১০ উইকেটে জেতা হয়নি ভারতের ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। চিবাবা এবং মাসাকাদজা ২জনই ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান। ৩ নম্বরে নামা পিটার মুর এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলে স্রান শো। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ১ ওভারেই ৩ উইকেট নেয়ার রেকর্ড গড়েন স্রান। স্রানের ৪ উইকেট এবং বুমরাহর ৩ উইকেটের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান করে ভারত। ইনিংস সেরা ৩১ রান করেন মুর ।
১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকে ভারতের ২ ওপেনার লোকেশ রাহুল এবং মন্দিপ সিং। মাত্র ১৩.১ ওভারেই বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। মন্দিপ ৫২ এবং রাহুল ৪৭ রানে অপরাজিত থাকেন ।