স্পোর্টস ডেস্ক: ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো বিশ্বকাপে খেলার কৃতিত্ব আছে ব্রাজিলের। সেই ব্রাজিলকে কি দেখা যাবে না ২০১৮ বিশ্বকাপে! এমনই শঙ্কার কথা খোদ তিতের মুখে। ব্রাজিলের নতুন কোচ প্রতিশ্রুতির কোনো ফাঁকা বুলি না দিয়ে বাস্তবতাই বোঝালেন। বললেন, এভাবে চলতে থাকলে বাছাই পর্বেই বাদ পড়বে ব্রাজিল!
২৯ বছর পর কোপা আমেরিকার গ্রুপ পর্বেই বাদ পড়ার লজ্জায় পড়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে ইকুয়েডর আর পেরুর মতো দলকে হারাতে পারেনি পারেনি ব্রাজিল। এবারের বাছাই পর্বে ৬ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে পড়ে আছে ব্রাজিল। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে চারের মধ্যে থাকতেই হবে।
বিশ্বকাপ বাছাই পর্ব অবশ্য এখনো অনেক লম্বা একটা রেস। আরও ১২ ম্যাচ বাকি। তবে এরই মধ্যে দুঙ্গাকে সরিয়ে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তিতেকে। গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের নতুন এই কোচ সতর্কবাণী শুনিয়ে বলেছেন, ‘আমাদের মনোযোগ থাকবে বিশ্বকাপের বাছাই পর্বে, আমরা নিরাপদ জায়গায় নেই। বাদ পড়ার ঝুঁকিতে আছে ব্রাজিল। এটা যদি আপনি স্বীকার না করেন, তাহলে বাস্তবতার বিরুদ্ধে আপনি লড়াই করছেন।’
তিতের কথায় ইঙ্গিত থাকল ব্রাজিলের দর্শন সম্পর্কে। এমনিতে করিন্থিয়ানসের হয়ে অবিশ্বাস্য সাফল্য এনে দেওয়া এই কোচও অনেকটাই দুঙ্গা ঘরানার। ফল নির্ভর ফুটবলে বিশ্বাসী। তবে তিতে ব্রাজিলের সেই সুন্দর ফুটবলের সুদিন ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিলেন, ‘এই দল তিতের মতো ফুটবল খেলবে না, এই দলকে খেলতে হবে ব্রাজিলের মতো ফুটবল। আসলে ব্যক্তিগত নৈপুণ্যের সমষ্টি দিয়েই একটা দলের মান তৈরি হয়।’
নেইমারকেই দলের অধিনায়ক রেখে দিচ্ছেন তিতে। তবে বার্সেলোনা তারকার ওপর চাপের বোঝা কমানোর পক্ষেও তিনি। দেখা যাক ব্রাজিল এবার পথ খুঁজে পায় কি না।