News71.com
 Sports
 21 Jun 16, 10:03 PM
 760           
 0
 21 Jun 16, 10:03 PM

২৬ শে জুন জ্যামাইকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান

২৬ শে জুন জ্যামাইকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে আগামী ২৬ জুন ওয়েস্ট ইন্ডিজ উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সিপিএলের চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াশের হয়ে মাঠ মাতাবেন সাকিব।গত আসরে শিরোপা জিতেছিলো জ্যামাইকা।

সর্বশেষ আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। এবারের আসরের জন্য সাকিবকে ১ লাখ ১০ হাজার ডলারে কিনেছে জ্যামাইকা। এটি তৃতীয় সর্বোচ্চ মূল্যমান। দলটিতে সর্বোচ্চ মূল্যমান হলো ১ লাখ ৬০ হাজার ডলার।

আর দ্বিতীয় মূল্যমান হলো ১ লাখ ৩০ হাজার। তারকা খেলোয়াড় ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল ও ডেল স্টেইনকে তালওয়াশে সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব। খেলার কথা ছিলো লাসিথ মালিঙ্গারও।

কিন্তু কিছুদিন আগেই ইনজুরির কারনে স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মালিঙ্গা। আগামী ২৯ জুন থেকে শুরু হবে সিপিএলের চতুর্থ আসর। ২ জুলাই প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের জ্যামাইকা। ঐ ম্যাচে জ্যামাইকার প্রতিপক্ষ সেন্ট কিটস ও নেভিস প্যাটরিও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন