News71.com
 Sports
 22 Jun 16, 10:17 AM
 801           
 0
 22 Jun 16, 10:17 AM

কোপা-আমেরিকা কাপ ফুটবল : মেসির রেকর্ডে ফাইনালে উঠল আর্জেন্টিনা

কোপা-আমেরিকা কাপ ফুটবল : মেসির রেকর্ডে ফাইনালে উঠল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি চোখ জুড়ানো গোল করলেন। তাতে আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে ফেললেন। আর এমন দিনে তার দল স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিলো ৪-০ গোলে। বড় এই জয়ে কোপা আমেরিকার শতাব্দী বরণ উৎসবের আসরের ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা।

গত বছরের কোপার ফাইনালেও খেলেছিল তারা। কিন্তু চিলির কাছে হারায় শিরোপা জেতা হয়নি। আজ বুধবার বাংলাদেশ সময় সকালে হিউস্টনে লড়াই শুরু। যেখানে ২বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ১৪বারের কোপা শিরোপাধারীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিল মার্কিনিরা।

কিন্তু এনআরজির স্টেডিয়ামে ৭১ হাজার দর্শকের সামনে হতাশায় ডুবলো মার্কিনিরা। ২৩ বছর কোপার শিরোপা না পাওয়ার হতাশা দূর করার দিকে আরো এক ধাপ এগিয়ে গেলো আর্জেন্টিনা। খেলার ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে বাঁকানো শটে গোল করেছেন মেসি।

আর্জেন্টিনার হয়ে রেকর্ড ৫৫ গোলে তিনি পেছনে ফেলেছেন আগের সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। এবারের আসরে ৫টি ফিফা ব্যালন ডি'অর জেতা মেসির ৫ গোল হলো তাতে। বার্সেলোনার এই সুপারস্টার আর্জেন্টিনার প্রথম গোলটি গড়ে দিয়েছেন ইজেকুয়েল লাভেজ্জিকে। ৫০ মিনিটে গঞ্জালো হিগুয়াইনের করা ম্যাচের তৃতীয় গোলে ছিল তার ভূমিকা।

খেলা শেষের মিনিট চারেক আগে হিগুয়াইন যে নিজের দ্বিতীয় গোলটি করলেন তার পাস পেয়েছিলেন মেসির কাছ থেকেই। ফাইনালে চিলি বা কলম্বিয়ার সাথে শিরোপার জন্য লড়বে আর্জেন্টিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন