স্পোর্টস ডেস্ক: কেবল বিশ্বকাপ জিতলেই সর্বকালের সেরাদের আসনের একজন করা যেতে পারে মেসিকে। তো এই বোদ্ধাদের পরোয়া করতে মেসির বয়েই গেছে। এখন তো আর্জেন্টিনার সর্বকালের সেরাই তিনি। দেশটির পক্ষে সর্বকালে করা গোলের রেকর্ডে মেসি যে এক নম্বর!
আজ বুধবার বাংলাদেশ সময় সকালে হিউস্টনে ছিল খেলা। কোপা আমেরিকার সেমিফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৪-০ গোলে জিতে আর্জেন্টিনা উঠেছে টানা দ্বিতীয় কোপার ফাইনালে। ফ্রি-কিকে দারুণ এক গোল করে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেলেন ফুটবল যাদুকর মেসি। কোয়ার্টার ফাইনালেও করেছিলেন একটি গোল। তাতে গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে এসে বসেছিলেন।
২৮ বছরের মেসি রেকর্ডটা ভঙ্গেই যে থেমে থাকবেন তা নয়। এটিকে আরো অনেক দুরে নিয়ে যাওয়ার সম্ভাবনা তার। আর এখনকার দলের কারোর পক্ষে তাকে ধরাও সম্ভব বলে মনে হয় না। কারণ, সার্জিও আগুয়েরোর গোল ৩৩, গঞ্জালো হিগুয়াইনের ২৬। আর্জেন্টিনার পক্ষে মেসির ৫৫ গোলের ২৭টি এসেছে প্রীতি ম্যাচ থেকে। ১৫টি বিশ্বকাপ বাছাই পর্বে। ৮টি কোপা আমেরিকায়। আর ৫টি বিশ্বকাপে।
এবারের কোপায় এখন পর্যন্ত ৫টি গোল করেছেন মেসি। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে নেমে হ্যাটট্রিক করেছিলেন। ক্যারিয়ারে বদলী হিসেবে ৯টি গোল করেছেন মেসি। বাকি ৪৪টি একাদশে থেকে শুরু করে। চারটি হ্যাটট্রিক করেছেন ক্যারিয়ারে। ৪৪টি গোল করেছেন খেলে। ১১টি পেনাল্টি থেকে। ব্রাজিল ও প্যারাগুয়ে মেসির ফেভারিট। দুই দলের বিপক্ষেই চারটি করে গোল করেছেন।
১৮ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে ২০০৫ সালে মেসির অভিষেক। তবে দেশের পক্ষে প্রথম গোলটি তিনি করেছিলেন ষষ্ঠ ম্যাচে। ওই দুটি ছিল প্রীতি ম্যাচ। প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে মেসি গোল করেন ২০০৬ বিশ্বকাপে। প্রতিপক্ষ ছিল সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রো। প্রথম হ্যাটট্রিক করেছিলেন নিজের ৬৮তম ম্যাচে।
২০১২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচটি আর্জেন্টিনা জিতেছিল ৩-১ গোলে। এই বছরের মার্চে আর্জেন্টিনার পক্ষে ৫০ গোল করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন মেসি। গেলো তিন বছরে মেসি তিনটি বড় আসরে ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে সাহয়তা করলেন। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা ও ২০১৬ কোপা আমেরিকা। গত দুই ফাইনালে জেতা হয়নি। জেতা হয়নি ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা।