স্পোর্টস ডেস্ক: বুধবার ছিল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শেষ দিন। আবাহনী ও প্রাইম দোলেশ্বর বড় ব্যবধানে জিতেছে। তাতে শিরোপা প্রাপ্তর বিষয়টা গেছে ঝুলে। আবাহনী ১১৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। আর দোলেশ্বর ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।
লিগের খেলা শেষে আবাহনীর পয়েন্ট হলো ২২। দোলেশ্বরের ২০। দোলেশ্বর ও আবাহনীর ম্যাচটা তামিম-আম্পায়ার বিতর্কে শেষ হয়নি। তদন্ত শেষে আজই সেটির রিপোর্ট দেওয়ার কথা। সেটি কার্যকর হলে লিগের শিরোপার নিষ্পত্তি হবে।
ওই ম্যাচের ফল দোলেশ্বরের পক্ষে গেলে তাদের পয়েন্ট হবে ২২। তাহলে আবাহনীর সাথে তাদের মুখোমুখি লড়াই সমান হবে। সমান হয়ে যাবে মোট জয়ও। তাই নেট রান রেট আসবে বিচারে। ওখানে যারা এগিয়ে থাকবে তারা হবে চ্যাম্পিয়ন। আবাহনী এগিয়ে নেট রান রেটে। সুতরাং তাদের সম্ভাবনা বেশি।