স্পোর্টস ডেস্কঃ হারারেতে ৩ ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৩ রানে জিতে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে সফরকারী ভারত। জয়ের জন্য ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে সক্ষম হয়। ফলে উত্তেজনাপূর্ণ এ ম্যাচে সফরকারীরা ৩ রানের রোমাঞ্চকর জয় পায় ।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে সফরকারী ভারত ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ রান করেন কেদার যাধব। তিনি ৪২ বলে ৫৮ রান করেন। জিম্বাবুয়ের হয়ে তিরিপানো ৩টি উইকেট, মাদজিভা ও ক্রেমের ১টি করে উইকেট লাভ করেন ।
জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে সিবান্দা সর্বোচ্চ ২৮ রান করেন। আর মারুমা করেন ২৩ রান। ভারতের হয়ে বারিন্দার স্রান ও ধল কুলকার্নি ২ করে উইকেট লাভ করেন। আর আকসার পাটেল ও যুবেন্দ্রর চাহাল নেন ১টি করে উইকেট। উল্লেখ্য, এর আগে ১৮ই জুন অনুষ্ঠিত প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ২ রানের জয় পায়। আর ২০ই জুন অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের জয় পেয়ে সিরিজে সমতায় ফেরে ভারত। ফলে আজকের ম্যাচটি কার্যত সিরিজ নির্ধারণী ফাইনাল ছিল। ভারত এ সফরের প্রথম দিকে ওডিআই সিরিজ ৩-০ তে জিতে ।