News71.com
 Sports
 23 Jun 16, 01:32 AM
 745           
 0
 23 Jun 16, 01:32 AM

কোপা-আমেরিকা কাপ ফুটবল ।। ফাইনালে খেলা হচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জির

কোপা-আমেরিকা কাপ ফুটবল ।। ফাইনালে খেলা হচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জির

স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচে আর্জেন্টিনার এই একটাই অস্বস্তি। লিওনেল মেসি রেকর্ড গড়েছেন, যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন বছরে তৃতীয়বারের মতো উঠে গেছে বড় টুর্নামেন্টের ফাইনালে।

কিন্তু এত আনন্দের মাঝেও আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোর কপালে চিন্তার রেখা না থেকে পারে না! হাত ভেঙে গেছে ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জির। এ কারণে ফাইনালেও খেলা হচ্ছে না আর্জেন্টাইন তারকার।
|ম্যাচের দ্বিতীয়ার্ধে ভেসে আসা বলে নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন লাভেজ্জি। চোখ বলের দিকে ছিল বলে টের পাননি মাঠের পাশের বিজ্ঞাপনী বোর্ডের কতটা কাছে চলে এসেছিলেন। পেছাতে থাকা অবস্থায় উল্টে পড়ে গেলেন মাঠের পাশের বিজ্ঞাপনী হোর্ডিংয়ে বাধা পেয়ে। স্ট্রেচারে করে নেওয়ার সময়ই বোঝা যাচ্ছিল, চোটটা অনেক গুরুতর।

 

পরে আর্জেন্টিনা দলের চিকিৎসকেরা জানিয়েছেন, ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের বাঁ কনুইয়ে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচারও করাতে হতে পারে।রোববারের ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য বেশ বড় ধাক্কাই হয়ে এসেছে লাভেজ্জির চোট। দলের আক্রমণে মেসি-হিগুয়েইনদের সঙ্গে রসায়নটা জমছিলও বেশ। আজকের সেমিফাইনালেই ৪ মিনিটে মেসির দুর্দান্ত পাসে হেড করে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন, পরে সহায়তা করেছেন হিগুয়েইনের গোলেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন