স্পোর্টস ডেস্কঃ জোড়া গোল করে পর্তুগালকে ইউরোর শেষ ষোলোতে তোলার পথে ইতিহাসের পাতায় নাম লেখালেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল বুধবার রাতে হাঙ্গেরি বিরুদ্ধে ম্যাচের ৫০তম মিনিটে তার সমতায় ফেরানো গোলটির মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর চারটি মূল প্রতিযোগিতায় গোল করার রেকর্ড গড়লেন তিন বারের ব্যালন ডি'অর জয়ী।
গত বুধবার হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে 'এফ' গ্রুপের তৃতীয় দল পর্তুগাল। এর ফলে তৃতীয় স্থানের সেরা চারটি দলের একটি হয়ে পরের রাউন্ডে চলে গেছে পর্তুগাল। এদিন ম্যাচের ৫০ ও ৬২ মিনিটে সমতাসূচক দু'টি গোল করে পর্তুগালকে ইউরো থেকে ছিটকে যাওয়ার হাত রক্ষা করে সিআর সেভেন। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
২০০৪ সালের ইউরোপিয়ান চাম্পিয়নশীপে প্রথম গোল করেছিলেন রোনালদো। এরপর ২০০৮ ও ২০১২ ইউরোতে গোল পেয়েছেন তিনি। আর এবার এই তারকা ইউরোতে প্রথম দুই ম্যাচে গোলবঞ্চিত থাকলেও হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে গড়লেন ইতিহাস। রোনালদো ছাড়া ইউরোর চারটি মূল প্রতিযোগিতায় গোল করার রেকর্ড নেই আর কারো।