স্পোর্টস ডেস্কঃ ভারতের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এখন ক্রিকেট বিশ্বে কোনো দলকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও এমএস ধোনির। জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার হারারেতে ভারতকে টি-টোয়েন্টি সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন ধোনি।
ভারতের অধিনায়ক হিসেবে এটি ছিল তার ৩২৪তম ম্যাচ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এতদিন পন্টিংয়ের একারই ছিল। জিম্বাবুয়েতে অনভিজ্ঞ একটি দল নিয়ে ধোনি ৩-০ তে ওয়ানডে সিরিজ ও ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন।
২০০৭ সালে প্রথমে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হন ধোনি। এরপর সময়ের সাথে ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব পান। ৩৪ বছরের এই অধিনায়ক ভারতকে ২৭টি টেস্ট, ১০৭টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্ব তিন ফরম্যাট মিলিয়ে ১১৭ ম্যাচে হেরেছে ভারত। তার নেতৃত্বে ভারতের জয়ের রেকর্ড ৫৪.০১ শতাংশ।
ধোনির আগে মোহাম্মদ আজহারউদ্দিন ভারতকে ২২১ ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ড গড়েছিলেন। ধোনির ৯ বছরের নেতৃত্বের ক্যারিয়ারে ভারতীয় দল আগ্রাসী রূপ নিয়েছে। এই সময়ে তারা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিযন্স ট্রফি জিতেছে।
এছাড়া দলকে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরেও নিয়েছেন তিনি। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ২০১৪ সালের শেষে টেস্ট থেকে অবসর নেন। এখন তাই ভারতকে কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন।