News71.com
 Sports
 23 Jun 16, 10:01 PM
 739           
 0
 23 Jun 16, 10:01 PM

অনিল কুম্বলেকেই কোচ হিসেবে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

অনিল কুম্বলেকেই কোচ হিসেবে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্কঃ অনিল কুম্বলেকেই কোচ হিসেবে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কুম্বলের নাম ঘোষণা করেছে বিসিসিআই।


আপাতত এক বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে (জুলাই-অগাস্টে) দায়িত্ব শুরু করবেন তিনি।


বেশ দীর্ঘ একটা সময় কোচ শূন্য ছিল ভারতের জাতীয় ক্রিকেট দল। সাবেক তারকা রবি শাস্ত্রী এই সময়টায় টিম ডিরেক্টর পরিচয়েই কোচের কাজটি সেরেছিলেন। চলতি বছর টি২০ বিশ্বকাপের পর কোচ নিয়োগের জন্য কোমড় বেঁধে মাঠে নামে বিসিসিআই।

 

শচিন, সৌরভ ও লক্ষণের মতো সাবেক গ্রেট ক্রিকেটারদের নিয়ে গড়া পরামর্শক কমিটিকে দায়িত্ব দেওয়া হয় বিরাট কোহলিদের জন্য একজন যোগ্য কোচ খুঁজে বের করতে।


ক’দিন আগে কোচ পদপ্রার্থীদের সাক্ষাতকারও নেয় এই কমিটি। তাদের মতামতের ভিত্তিতেই কোচ হিসেবে নিয়োগ পেলেন কুম্বলে। বলে রাখা ভালো, কোচের লড়াইয়ে সামিল ছিলেন রবি শাস্ত্রীও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন