News71.com
 Sports
 24 Jun 16, 01:14 AM
 711           
 0
 24 Jun 16, 01:14 AM

কোপা-আমেরিকা কাপ ফুটবল ।। ফাইনালের জন্য ফিট আর্জেন্টাইন স্টার দি মারিয়া

কোপা-আমেরিকা কাপ ফুটবল ।। ফাইনালের জন্য ফিট আর্জেন্টাইন স্টার দি মারিয়া

 

নিউজ ডেস্কঃ কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালের আগে চোট কাটিয়ে উঠেছেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার আনহেল দি মারিয়া।

চোটে পড়া আরেক খেলোয়াড় নিকোলাস গাইতানকে নিয়ে শঙ্কা থাকলেও পায়ের অ্যাডাক্টর মাংসপেশির চোট কাটিয়ে দি মারিয়া মাঠে ফেরার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

শারীরিক দিক থেকে আনহেল নিকোর (গাইতান) চেয়ে এগিয়ে। সে (যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেমি-ফাইনালের জন্য) তৈরি ছিল এবং নিকোর আরও সম্প্রতি পেশির সমস্যা হয়েছে। আর আমি জানি না, ফাইনালের জন্য তার পুরো সেরে ওঠার সুযোগ আছে কিনা।

গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুতে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির মিডফিল্ডার দি মারিয়া। পরে পরীক্ষায় দেখা গেছে, পায়ের অ্যাডাক্টর মাংসপেশি সামান্য ছিড়ে গেছে তার।

যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৬টায় ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি।

গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল লিওনেল মেসিদের। এর আগে ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন