News71.com
 Sports
 02 Apr 21, 11:53 AM
 376           
 0
 02 Apr 21, 11:53 AM

ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আনতে চান সাকিব আল হাসান

ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আনতে চান সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটারদের মানসিকতার পরিবর্ত করতে চান বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে একটি অনুষ্ঠানে এ কথা জানান সাকিব। নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। টাইগারদের পারফরমেন্স নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটে ছিলেন সাকিব। বাংলাদেশ দলে যদি কোন একটা বিষয় পরিবর্তন দেখতে চান সাকিব, তবে কোন বিষয়ে জানতে চাইলে সাকিব শুরুটায় এড়িয়ে যেতে চাইলেন। পরে জানালেন যদি সত্যিই সুযোগ আসে তবে, ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আনতে চান সাকিব। সাকিব বলেন, ‘যদি সুযোগ আসে তবে, ক্রিকেটারদের মানকিকতায় পরিবর্তন আনতাম। কারণ এ জায়গাটাতে আমরা বেশ পিছিয়ে।'

বর্ণিল ক্যারিয়ারে অনেক অর্জনেরই সাক্ষী সাকিব। তবে, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর স্মৃতি এখনও রঙিন সাকিবের কাছে। এছাড়াও ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোও ক্যারিয়ারে অনন্য অর্জন বলে জানান তিনি। সাকিব আল হাসান বলেন, '২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে আমরা সেমিফাইনালে খেলেছিলাম। সে স্মৃতি এখনও আমাকে আন্দোলিত করে। এটা কখোনোই ভোলার নয়। আমার কাছে সবচেয়ে স্মরণীয় জয় এটাই। এছাড়াও ২০০৭ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়টাও আমার অনেক প্রিয়। কারণ ছোটবেলায় যাদের খেলা দেখেছি। বড় হয়ে সেই তাদের বিপক্ষে জেতাটা দারুন অনুভূতি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন