News71.com
 Sports
 24 Jun 16, 12:53 PM
 689           
 0
 24 Jun 16, 12:53 PM

শেখ রাসেলের আজ ফাইনালে ওঠার লড়াই....

শেখ রাসেলের আজ ফাইনালে ওঠার লড়াই....

নিউজ ডেস্কঃ মৌসুমের শুরু থেকেই শেখ রাসেল ক্রীড়া চক্রের জেগে ওঠার আভাস মিলেছে। ২০১২ সালে ট্রেবল জেতা দলটি আবার তাদের পুরনো সময়টাকে ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছে। মৌসুমের প্রথম আসর স্বাধীনতা কাপের সেমিফাইনাল থকে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ফেডারেশরন কাপের ফাইনালে চোখ তাদের। ঢাকা আবাহনীর সাথে আজ শুক্রবার (২৪ জুন) কঠিন পরীক্ষা দিয়েই শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে চায় দলটি। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

যে বছর ট্রেবল জেতে শেখ রাসেল সে বছর মৌসুমটা তারা শুরু করেছিল ফেডারেশন কাপ জিতে। এর পর প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা জিতে ট্রেবল জয়ের গৌরবে মাতে। সেই একবারই ফেডারেশন কাপের ফাইনালে ওঠার অভিজ্ঞতা শেখ রাসেলের। তুলনায় ঢাকা আবাহনী তো রেকর্ডের মালিক। এ পর্যন্ত ১৪ বার ফাইনাল খেলেছে তারা। চ্যাম্পিয়ন হয়েছে সাতবার। ২০১০ সালে শেষবার তারা ফাইনালে খেলেছে। চ্যাম্পিয়ন হয়েছে। পাঁচ বছর পর আবার ফাইনালে ওঠার টার্গেট আবানীর। শেখ রাসেলের সাথে লড়াইটা জমারই কথা।

শেখ রাসেলকে ট্রেবল জেতানো কোচ মারুফুল হক এখন আবার দায়িত্বে। তিনি মনে করেন, ফেডারেশন কাপের ফাইনাল ওঠা তার দলের জন্য হবে বড় ঘটনা। মারুফুল হক বলেছেন, "আমাদের ফাইনালে উঠতে হবে। দলের খেলোয়াড়রা ট্যাকটিক্যালি খেললে এবং শেষ পর্যন্ত মনঃসংযোগ ধরে রাখতে পারলে অবশ্যই ম্যাচ জিতব।" আরামবাগ এর মধ্যে বিজেএমসিকে হারিয়ে ফাইনালে উঠে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন