News71.com
 Sports
 06 Apr 21, 07:22 PM
 56           
 0
 06 Apr 21, 07:22 PM

এবার দিল্লির হয়ে আমরাই আইপিএল শিরোপা জিতব॥ কোচ রিকি পন্টিং

এবার দিল্লির হয়ে আমরাই আইপিএল শিরোপা জিতব॥ কোচ রিকি পন্টিং

স্পোর্টস ডেস্কঃ আসছে ৯ এপ্রিল মাঠে গড়াচ্ছে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পরদিন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিট্যালস। এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জেতা হয়নি দিল্লি ফ্র্যাঞ্চাইজির। নাম বদলে দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিট্যালস হওয়ার পরেও মেলেনি ভাগ্যের ছোঁয়া। তবে গত দুই মৌসুমে তাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে তা মানতেই হবে।

২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয় মৌসুম প্রথম রাউন্ডেই বাদ পড়ে গিয়েছিল দিল্লি। এরপর ২০১৯ সালের আসরে সেরা চারে ওঠে তারা। আর গতবছর আরব আমিরাতে হওয়া আইপিএলে স্বপ্নভঙ্গ হয়েছে ফাইনালে পৌঁছে, মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরে। তবে এবার আর সেই ভুল হবে না বলে আত্মবিশ্বাস রয়েছে দিল্লির হেড কোচ রিকি পন্টিংয়ের। তার স্পষ্ট বিশ্বাস, এবার আইপিএলের শিরোপা জিতবে দিল্লি ক্যাপিট্যালসই। ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পন্টিং। তার ভাষ্য, ‘আমি মনে করি, আমরা এবার আইপিএল জিতব। এটা পরিষ্কার। গত কয়েক মৌসুমের রেকর্ডও এ কথাই বলবে। এটা (শিরোপা) জিততেই খেলোয়াড়রা এসেছে, আমিও এখানে এ কারণেই আছি। আমাদের আজকেও কথা হয়েছে এবং সবাই জেতার কথাই বলেছে বারবার।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন